বাংলার কৃষক
এম এ মাসুদ রানা
চোখের দৃষ্টি যতদূর যায়
সবুজ সোনালী বাংলার গাঁয়,
প্রকৃতির রূপে নজর কাড়ায়
শীতল বাতাসে হ্নদয় দোলায়
তাঁরা চলচ্ছে বেলায় অবেলায়!
সবুজ শ্যামলের ভূমিতে
কৃষক পরে থাকে জমিতে
ক্ষিপ্ত ও অশান্ত রৌদ্রতে,
তিলে তিলে ক্ষয় করে জীবন
এভাবে করে সময় পার
পরিবারের হাসি ফোটাতে!
গামছা শক্ত করে মাথায় বেঁধে
ছুটে তাঁরাবকষ্টের সিড়ি বেড়ে
ঘাম ঝরিয়ে করে দিবস পার!
অতৃপ্ত মনে তৃপ্তি জাগ্রত করে
হরদমে আশা সুপ্ত জীবন গড়ার!
No comments:
Post a Comment