Wednesday, June 2, 2021

দেশ

 দেশ

এম এ মাসুদ রানা 


দেশটা হয়েছে যেন শ্মশানঘাট

কথা না শুনলেই লাশ,

শকুনরা দেয় হানা সতীত্বে হাতে

চলছে পুরাদমে উল্লাসে


তাদের মানে এখন কি এসেছে 

আইয়ুব আর ইয়াহিয়া?

দল-দালালি বাদ দিয়ে তোমরা

বিবেকের দাও নাড়া।


সৎ মানুষের মুখোশ পরে তোমরা

ফের জেগেছে টিক্কারা

নজর রাখুন আজ এদের প্রতি

ভরসা দেয় ঠিক কারা।

No comments: