Friday, June 4, 2021

এখনো তোমায় ভালোবাসি

 ___ এখনো তোমায় ভালবাসি ____

______ এম এ মাসুদ রানা _______


কত দিন রাখনি কোন খোঁজ 

সত্যি ভূলে গেছ কি তুমি?

আমিও খুঁজিনি তোমায় কোনদিনি

ভূলে থাকতেও চেয়েছিলাম। 

সময়ের কালক্ষপণ ছিল বড্ড বেসামাল 

গা ভাসিয়ে ছুটেছি অজানায়।

কর্ম ব্যাস্ত জীবনের দোহাই ছিল বরাবর 

বুঝিনি কে আপন আর করে পর।

আজ তোমায় দেখতে পেলাম নতুন ভুবনে 

দেখেছিলাম কতটা যতনে। 

তোমাকে দেখে দেখে এসেছিল চোখে জল

সেই অজানার অশ্রু জল পাবি কি ফলে?

যেমন ছিলে তেমনই আছো রবে চিরদিন 

এতোটুকুু বদলাতে বাজানি কোন বীণ। 

সুখের হাসি আজো ভরে আছে তোমার বদনে

ব্যথাত্তুর কপাল দেখেছে ক"জনে।

বলতে চেয়েছিল তখনি উচ্চস্বরে, 

এখনো তোমায় ভালবাসি তোমাকে।

No comments: