Wednesday, December 29, 2021

পার্থক্য

 পার্থক্য 

এম এ মাসুদ রানা 


অল্পতে সুখী হয়ে হাসতে পারে,

        গরীব মানুষ যারা

আকাশকুসুম কল্পনা করে না,

         হয় না লক্ষ হারা।


পেট পুরে খেতে পারলেই খুশি, 

         গরীব শ্রেণী সবাই 

যাদের কোনো আধুনিকতা নেই,

      ওঁদের গরীব বলে তাই। 


মাটির গন্ধ যাঁদের সর্বাঙ্গে মাখা

    গরীব বলে সমাজ তাদের 

যাঁদের কাঁধে পা রেখে আজ সভ্য

      তাঁদের নেই কোন কদর। 


তারা নয় ইতর অথবা ছোট লোক

    গরীব হয়ে সমাজে থাকুক

যাহারা শিক্ষিত সভ্যতার দাবিদার

    তারাই  লুটপাট ধরে রাখুক।


কলমের খোচায় অসৎ অর্থ অর্জন 

        করে থাকে মহাচোরেরা

আমরা বিবেকহীন চেহারার মানুষ

        ধরে রাখি পশুত্ব চেহেরা।


আদিকাল হতে গরীব হয় নিপীড়িত 

      তাহাদের উপর চলে রাজত্ব

করিও না ঘৃনা এই গরীবকে সেই তরে

       সমাজ হারিয়েছে ব্যক্তিত্ব।


তাহারাই মজলুম মাসুম মনুষ্যত্বে

      সর্বদাই আশায় বুক বাঁধে

কখনো তারা কারো তরে জীবন 

      সাঁজাতে বাকি নাহি রাখে।

No comments: