Wednesday, December 29, 2021

হিংসা

 হিংসা

এম এ মাসুদ রানা 


হিংসা নামক অপশক্তিটা

সবার মনে বিদ্যমান,

কার কার একটু বেশি হয়

কারো অল্প পরিমাণ।


কেউ হিংসায় জ্বলে ধুঁকে ধুঁকে 

কেউ জ্বলে অবিরাম,

আসলেই হিংসাটা কঠিন বিষয় 

সবাই জানে এটি হারাম।


হিংসা থেকে হয় লোভের জন্ম

বাড়েতে থাকে চাহিদার মান

হিংসা মানবতার পদতলে পৃষ্ঠ হয়ে

অপরাধের হয় উত্থান।

No comments: