ফিরে দ্যাখ একবার
এম এ মাসুদ রানা
পিছু ফিরে তাকালাম ফিরে যাবো
আশা ছিলো দেখবে ভাবলাম!
তুমি ডাকলে না আমারে, চোখে চোখ
রাখবে চেয়ে চেয়ে দেখলাম।
দেখলে না ফিরে তুমি এই আমারে
দেখে দেখে বলি হায় হায়!
তুমি এভাবে চলে যেওনা ছেড়ে প্রিয়
বলো কাছে ফিরে আয় আয়।
ডাকলে না তুমি আমায়, বুঝলে না
আমার এই অবুঝ মনকে!
আমাকে রেখে চলে যাও কোন সুখে,
তুমি বিনে মরবো ধুঁকে ধুঁকে।
No comments:
Post a Comment