Saturday, September 14, 2019

নিরাশার আশা

  নিরাশার আশা 

   এম এ মাসুদ রানা


শরতের জ্যোৎস্না ভেজা হাসী
তারা জ্বলা প্রদীপের নিশি।
গানে ছন্দে ভেসে যাওয়া
তোমার কথার প্রতিটি ফুলকলি।

হারিয়ে ফেলেছি সব কবিমনা ভাব
এঁকেছিলাম মনের ভীতরে যে, ছাপ।
জীবন কাহিনীর পাতা, রয়েছে শুধু ফাঁকা,
ভরে গেছে নিশ্চুপ কারুকাজের খাতা।

শূন্য আকাশে ছড়িয়েছে যে, বিশালতায়
সুখ নেই তাতে বর্নহীন ধূষরে মেঘমালা
পুরনো স্মৃতিগুলো মনে দেয় শুধু জ্বালা।
হারিয়ে ফেলেছি জীবনের প্রাপ্তির বাসনা
প্রতিক্ষার ক্ষণে ক্ষণে জাগে না কোন কামনা।

Friday, September 13, 2019

দূষিত আকাশ

 দূষিত আকাশ

 এম এ  মাসুদ রানা


তরা বাংলার আকাশ দেখ
উড়ছে দেখো কালো মেঘ
উন্নয়নের জোয়াড়ে ভাসে!
কথা থেকে দূর্নীতিতে আসে
কথায় কথায় কারা কাঁদে
এরই ফলে মেধা ফাঁসে ।

কালো মেঘের ঘনঘটায়
চারিদিকে বইছে হাওয়া
হচ্ছে কি আর মেধার খাওয়া।
কখনো কি কভু মুক্ত হবে?
এই বাংলার আকাশ বাতাস
মেধার গলায় যে, পরেছে ফাঁস
সবাই বলে সাবাস সাবাস।

হলো নিকষ কালো রঙে 
দুর্নীতিতে বাংলার আকাশ।
সবাই মিলে ঐক্য হবো,
দুর করতে নিকষ কালো
জ্বালাতে হবে মেধার আলো
উন্নয়ন সবে রাস্তায় ফেল।

Thursday, September 12, 2019

চাই না বিভেদ

 চাই না বিভেদ

 এম এ  মাসুদ  রানা


আলিয়াও না, ক‌ওমিয়াও না,
হানাফিও না, আহালেও না,
মালিকিও না, শাফিয়িও না,
হানবালিও না, হানিফিও না,
চাই না বিভেদ মুসলিমে।
চাই না ভেদাভেদ মোরা
কুরআন-সুন্নাহ ও হাদিসে।

শ্রেষ্ঠ নবীর পথটা ধরি
তাঁর কথায় মোনাজাত করি।
আখিরাতের পথ সুগম করি
এই বাসনায় ইমান ডোরী
যেন না হয় জাহান্নামের খড়ি।

নাজাত পেতে চান গুনাহ ছাড়ুন
আর ছেড়ে দিন শিরক, বদী।
পদ পদবীর লোভটা ছাড়ুন
নবীর ডাকে এগিয়ে আসুন
জান্নাত পেতে ইবাদত করুন।

Tuesday, September 10, 2019

দম

________  দম  _______
__ এম এ মাসুদ রানা __ 


দেহের খবর বলি শোন।
উত্তর দিকে আছে বেশী
দক্ষিণেতে আছে কম।
দেহের খবর না জানিলে
মৈত্রতত্ত্ব কিসে মেলে
অরুণ ভীতু সিয়া সীস-শ্রেত
দশদিকে এই চারি কোণ।
আগে খুঁজে ধর তারে
নাসিকাতে চলে ফেরে
নাভি পদ্মের মূল দূয়ারে
উঠে বসে সর্বক্ষণ।
সারা জাহানের মানুষ
যে জানে সে হয় বেহুস
মাসুদ বলে, থাক রে বেহুস
আদ্য জাহান তার আসন।



Sunday, September 8, 2019

বিনোদন

  ________ বিনোদন  ________

___ এম এ মাসুদ রানা ____


নেচে-গেয়ে চল তুমি

আগুনে কর পূজা!

মাঝেমাঝে কর নত শির

আবার রাখোও রোজা!


নাচ-গান চললে হয়

শয়তান বেজায় খুশি!

মুমিনর গায় না গান 

বজায় রাখে তাদের মান।

এপথে হয়ও না বেহুঁশ

পাপ পুণ্যে থাকে যেন হুশ।


নাচ-গান শোনে করো

ঈমানের  বিনাশ!

মুসলিম হয়েও তমি

মালউনদের হয়েছো দাস!


হক্ব কথা বলতে মনে আসে ভয়

সময়ে সময়ে থাকে  সংশয়!

হক কথা প্রচারে থাকে যত ভয়।

বিবেক আর তো বিবেক নয়

দিনে দিনে হচ্ছে বিবেকের ক্ষয়

করবে নাকি তোরা ইমানের জয়।


Wednesday, September 4, 2019

শহীদ

          শহীদ

   এম এ মাসুদ রানা 


শহীদের কাফেলায়
আজ প্রতি ওক্তে মুসলিম।!
কাশ্মীরি যোগ দেয়
রক্তের লেলিহান শিখায়!

রক্তের লালে রঞ্জিত
আজ পৃথিবীর জান্নাত!
একতার জল দিয়ে
ধুতে কেন চায় না মোরা?

কাশ্মীর কি নিবে কেড়ে?
তোদের কোনকিছু!
মূল কারণ ওটাতো না!
যত ক্ষোভ বিদ্বেষ হোক
মোদের তেলাওয়াত প্রার্থনায়!

আর কত লাশ নিবে?
আর কত রক্ত দিবে?
মোর কাশ্মীরের ভাই।
এজাজত নেতারা!
একটুও ভাবো না কি তোরা?
কত অসহায় হয়েছে তারা,
তোদের বিবেকের দরবারে
দেয়নি এখনো কোন সাড়া।

Tuesday, September 3, 2019

দালাল

           দালাল 

       এম এ মাসুদ রানা 


আজ জীর্ণশীর্ণ মুসলিম বিশ্ব
ছিন্নভিন্ন করেছে আরববিশ্ব,
সর্বক্ষেত্রে ঠোকাচ্ছে দিবানিশি
মুসলিম বিশ্ব হয়েছে একাকী।
ভূলুণ্ঠিত হচ্ছে বিশ্ব মানবতা
নিপীড়িত হচ্ছে মুসলিম উম্মাহ
লাঞ্চিত হচ্ছে মুসলিম বিশ্ব
রক্তাক্ত করেছে মুসলিম জাহান।

আজ ইহুদীরা মেতে উঠছে
রক্তের হলি খেলায়,
মুসলিম নিধনে মাতাল হয়েছে।
আজ আরব বিশ্বও এক হয়েছে
মুসলিম নিধন সাধনে
কাঁধে কাঁধে মিলিয়ে করছে কাজ।

আফগান ধ্বংস হলো
মুসলিমের সুরের সাধনে।
ইরাক ধ্বংসের কারনে
নাই কি মুসলিমের হাত।
দীর্ঘদিন রক্তে খেলা খেলছে
ফিলিস্তিনের মুসলিম।
আজ কাশ্মিরেতে মালাউনরা
করছে মায়ের বুক খালি।
আজ আরব বিশ্ব তবুও 
করছে মালাউনের দালালি।

Monday, September 2, 2019

বসন্ত

         বসন্ত 

এম এ মাসুদ রানা 


আসে শীত, যায় শীত
মিটে সব মনের জিদ।
অপ্রত্যাশিত  ইচ্ছেগুলো
ব্যবধানে রয়ে গেলো।

পিঠাপুলির উৎসব হলো
পায়েস পোলাও, খেজুর রস
ভাপা পিঠা আর দুধ ভাত
খেয়েদেয়ে করি কাজ।

ভোরবেলা রোদের আশায়
ছুটে চলি যেথায় সেথায়,
উঠবে কবে দীপ্ত প্রভা ,
সবাই করে তার অপেক্ষা ।

কেমন করে কেটে গেল
ঘোটা দুই দুইটি মাস।
লেখাপড়া হয়নি তেমন
সেই যাতনা জ্বালায় এমন
রুদ্ধ করে শ্বাস-প্রশ্বাস ।

আসল আবার নয়া কাল
প্রকৃতিকে করেছে লাল।
সেই আমেজে ছুটে চলি
পথ-ঘাট আর অলি-গলি।

পাখিরা সব পেল পরিত্রাণ,
ঠান্ডা ভুলে ধরল সুরের গান।
এলো বসন্ত , এলো বসন্ত বলে
শীত গেলো সবে মাত্র চলে।
ফুলের আলোতে সুসজ্জিত গগণ
আকাশ বাতাস মুখরিত এখন।
এ যেন উঠে আসা নতুন প্রাণ
জরাজীর্ণ শীত থেকে অবসান।

এই ফুল , সেই ফুল
গন্ধরাজ গাদা জবা শিমুল
জাম্বুরা নয়নমণি বেলি বকুল
 হাসনাহেনা গোলাপ পানিকচুরি
সজনে ডালিয়া আতা বরই সূর্যমুখি
চন্দ্রমল্লিকা আর শত ফুল ও ফল।
সে সব কারনে, পাখির ধরে গান
প্রস্ফুটিত সৌন্দর্যের বাড়াল মান।

আমি বলি স্বাগতম !
স্বাগতম হে বসন্ত ,
তোমার রূপ অফুরন্ত
শীতকে করেছ ক্ষান্ত।

Monday, August 26, 2019

শবে বরাত

     শবে বরাত

   এম এ মাসুদ রানা 


ছলছল জলধারা
তোলপাল করে তোলে
তল পড়ে আজ!
টলটলে অশ্রু জলে
মুখরিত হবে যে, রাত
কিছু আশায় তুলবো যে, হাত।

অবনত শীর করবো তো নত
ধীর হয়ে ধীর হয়ে কথা হবে কত।
পাপের প্রাচীর মুছবো আজ
চৌচির হবে গুনার যত খাতা
মাথার উপর রবে না গুনার ছাতা
মন খুলে বলবো পুণ্যের কথা।

ঘুচে দাও, মুছে দাও
আছে যতশত পাপের দাগ
প্রাণবাঁশি পাক ফিরে
স্বর্গে আছে যত সুখ
মিটে যাক মনের যত দুখ। 

দূর হতে যতসব জীবনের
আছে যত কালো রাত!
এসেছে ক্ষমার রাত্রী
শবে-ই বরাত!

কলম

           কলম 

  এম এ মাসুদ রানা


কলম চলে বজ্রকঠিন
শব্দ দিয়ে বারুদ পরে
কাপুরুষদের ঠিকানা নড়ে
গ্রেনেড বোমা ছুড়ে মারে।

কলম চলে গোপন পথে
আঁধার রাতে থাকে সাথে!
নির্বিচারে পারুল মরে
অমানুষের গহীন বনে,
হচ্ছে কথা ক্ষণে ক্ষণে
নুসরাত কি রবে বনে।

কলম চলে দেশব্যাপী
লাশের বন্যায় ভাসাভাসি।
ধর্ষণ করে যে, মা বোনেরে
বেঁচে থাকা কি আর সাজে,
মরণ সুর হৃদয়ে বাজে।
মরণ জালা মনে নিয়ে
অপেক্ষায় থাকে দিনে রাতে।

Sunday, August 25, 2019

মনের আয়েশ

    মনের আয়েশ  

    এম এ মাসুদ রানা 


একা তোমার সাথে
হবে কি কোনদিন দেখ?
তোমাকে দেখার আশায়
 বেঁধেছি আমি বাসা।

মিছে করে দিওনা
আমার মনের আশা
মিছে হলে আমার আশা
ভেঙ্গে যাবে সাজানো বাসা।

শুনেছি সবাই বলে
মন ভাঙ্গলে নাকি মসজিদ ভেঙ্গে যায়
ভেঙ্গো না ভেঙ্গো না আমার মন
তুমি ছাড়া বাঁচবেনা আমার জীবন।


বিনয়

         বিনয় 

   এম এ মাসুদ রানা


ব্যবহারে কর জয়
তোমরা মানুষের মন!
পরাজিত হলে ভেবনা
এটাতেই তোমার মরন,
মরনকে সরণ করে
ফেল অশ্রু জল!
তখনি পাবে অশ্রুর ফল।

বিনয়ের অফুরান বানী
কর সর্বক্ষণে টানাটানি
কেউ হরন করলে হবে না মানামানি।
মনের মাঝে শক্তি রেখে
করবে তুমি বিনয়ের বিনিময়
বিনয় বিনিময়ে হবে নাতো ক্ষয়।
পৃথিবীও ঋণী হয় বিনয়ের কাছে
পণ করবো মোরা বিনয়ী হওয়ার আয়েশে।

অমোঘ প্রীতি

  অমোঘ প্রীতি 

 এম এ মাসুদ রানা 


তোমার কথায় ফুল ফোটে
      আঁধার রাতে জ্যোছনা ,
        হৃদয় মাঝে কাননে কাননে
           নীরবে নীরবে কূজন গোপনে
                     মধুর মিলনে মোহনা।

তোমার ভাবনায় সুর আসে
    অঙ্গে অঙ্গে নতুন বাসনা
         মন বিতানে মঞ্জুরিতে
             গানে গানে রাগের ঝংকার
                      অমোঘ প্রীতি টানে।

তোমার সঙ্গে সুখ তরঙ্গ
        চৈত্র ফাগুনে পলাশ ,
           উপত্যকার শীতল বাতাস
               জুড়িয়ে মনের উষ্ণ হতাস
                      প্রাণে শ্বাস প্রশ্বাস ।

Wednesday, August 21, 2019

শেষ কথা

 শেষ কথা

এম এ মাসুদ রানা 

তোমার শেষ চিঠিতে
ভালো আছিস, ভালো থাকিস
তোমার নমুনা প্রণয় বিনয়
সত্যি কি দারুণ অভিনয় করেছো? 

তুমি পারো বটে,
ছাড়িয়ে গেছিস অনেক আগেই
সত্য-মিথ্যা, অদল-বদল, যখন-তখন।
তুমি কার, কে তোমার?
জানো কি তুই নিজে?
অবাক হই তোমাকে দেখে দেখে
বিনাশ হই আমি ভেতরে ভেতরে।

থাক!
তুমি থাকো তোমার মাঝে,
আমি নেই আর তোমার কাছে
সাজতে চাইনা আর কোন নতুন সাজে।

তুমি সুখী হও দূর দেশে 
ডের বেশি সুখে।
আমি বেদনায় কাতুর রবো দূরে 
কখনো আসবো না তোমার নড়ে।

Monday, August 19, 2019

কাশ্মীর বলছি

  কাশ্মীর বলছি 

এম এ মাসুদ রানা 


হে মুসলিম শোন,
মন দিয়ে সব শোন!
তোমাদের কেন এতো ভাব?
ভার আছে শান্তির যে, অভাব।
তোমরা সবাই হর্ষে রবে!
আমার এই বেদন দেখে।

গ্রেনেড বোমায় চূর্ণ হয়ে
আমরা না হয় বিবর্ণ হয়!
জরন মরন যন্ত্রের ফলে
আমায় নিচ্ছে মৃত্যু কোলে!
এই পৃথিবীর মাস্তি আমেজ
ফূর্তি থেকেও বঞ্চিত র‌ই!
সর্বদাই বিনয়ীভাবে তোমাদের কই।

আমার লাশের গন্ধ থেকে
তোমরা ফেল তৃপ্তির ঢেকুর!
আমার গায়ের রক্ত দেখেও
তামশা দেখ দাঁড়িয়ে দূর!
বাজায় বাঁশি করুন সুরে
তবুও তোমরা থাকো দূরে।

তোমরা থাকো আমাদের তরে
ভরসা করি তোমাদের পরে।
বিপদ এলে পাশে রবে
মনের কথা খুলে কবে।
সব যাতনা ভুলিয়ে দিবে
ভাই বলে বুকে টেনে নিবে।
এটাই হবে বড় চাওয়া
এর চেয়ে বেশি কিছু যায় না পাওয়া।

Sunday, August 18, 2019

অন্ধ আইন

       অন্ধ আইন 

    এম এ মাসুদ রানা 


অন্ধ আইনের, বদ্ধ কথা
বলবো কি যে, আর?
আঠারো বছর হয়নি ছলে,
মেয়ের বিয়ে বন্দ বলে।
স্বর্গ সুখ খোজার জন্য
মজনু জন্য ছোটে তার
খুঁজে খুঁজে  দিশেহারা,
চলে না কেউ মজনু ছাড়া
যতই থাকুক কড়া পাহাড়ায়।

একুশ বছর হয়নি বলে
ছেলের বিয়ে বন্দ,
লিভটুগেদার আছে বলে
করে নাতো কেউ গালমন্দ।
কথায় কথায় বলে শুধু
গান, গল্প, আর ছন্দ।

সৎ পথে যে করে গমন
তার  চলার পথ হবেই তো বন্ধ,
চোখ থাকিতে  তাকে বলি অন্ধ।
অসৎ কাজ রুখার মতো
বায়না করে শত শত।
অসৎ কাজের বেলায়
আইন চলে কথায় কথায়।
হবে না কোন বাদ বিচার
আইন হয়ে যায় অন্ধ
বিবেকের কথা বন্দ।

Wednesday, August 14, 2019

কুরবানী

       কুরবানী

    এম এ মাসুদ রানা 


কুরবানী হোক আল্লার জন্য
লোক দেখানো নয়,
আল্লাহর জন্য কুরবানীতে
আল্লাহ  তুষ্ট হয়।
আল্লাহর হুকুমে কুরবানী দিলে
আল্লাহর তাকওয়া লাভ হয়।

সুদ ঘুষের আর কালো টাকাই
যতই করি না কুরবানী,
থাকুক না কত আহাজারি।
লাভ হবে না কোন কিছু
আল্লাহর হুকুম যদি না মানি।

সৎপথে ঐ কামাই করে
কিনবো কুরবানীর পশু
হোক না যতই ছোট,
প্রতিদান তো দিবেন আল্লাহ
দিবে না কোন লোকে। 


সুখের সন্ধানে

     সুখের সন্ধানে

      মোঃ মাসুদ রানা


বয়সের সূর্য ঠিক মাথার উপরে,তবু
ক্লীষ্টতার ছোঁয়া ষোড়শী যুবতীর মতো
 টকবক করে আহনীর্শ,
হঠাৎ মাচরাঙ্গা রুপ নিয়ে
ঝপ করে ঝাপ দেয় সুখ।

দাঁত ভাঙ্গা দান নিয়ে ফিরে এলে ঘর
হঠাৎ দ্যাখে কালোমেঘে এলোকেশী ঝড়
ছুটে আর ছুটে ঝড়ে খেলো না-কি ঘর?
হেথা গিয়ে দেখি কে আপন পর?

চারদিকে ওরা সব সুখ ন্যায় দ্যাখে
পুবের গগনে উঠেছে কি সূূর্য না-কি ডুবেছে?
প্রিয়তমা মোর ছেড়া আঁচলে ছেড়া
কণে মুছে জোড়া চোখ,
অবশেষে ঘুরে ফেঁড়ে দ্যাখে মোরে
নিস্তন্ধ, নিথর এইবুঝি সুখ।

Tuesday, July 30, 2019

সুরের বাঁধন

     সুরের বাঁধন 

    এম এ মাসুদ রানা 


‘আমি তোমার  বাঁধিতে চাই
আমার প্রানের , সুরের বাঁধনে
তুমি জান না, আমি যে, তোমায়
পেয়েছি এক অজানা সাধনায়।
সত্যিই কি মাধবী অপরূপ রূপ তোমার।

আমি পেয়েছি তোমায়
তুমিতো গ্যাস বেলুনের মতো উড়ে চলো
দুরন্ত অজানা আকাশের পানে
অন্য কারো সুরের বাঁধনে।
তুমি তো বুঝ না, তোমার কী সম্মান
কোথায় গেলে বাড়বে তোমার মান।

আমি পেয়েছি তোমায়,
আমার এ প্রাণ তোমাতে অবিচ্ছেদ্য
এক নিরাকার চিরন্তন ধ্রুব শিখা
হৃদয়ের গভীরে অজানা কম্পনের দিশা।

তোমাকে পেয়েছি অজানা সাধনে
হয়ত পাইনি কিছুই-
তবু স্বপ্নও কখনো সত্যের অধিক
রঙিন ছায়ার আচ্ছাদনে আচ্ছাদিত
সুরের মূর্ছনায় ঢেউয়ের তরঙ্গে
প্রাণস্পন্দন উত্থিত ক্রমশ জোয়ার
বিকালের সোনালি রোদ-মখমল উষ্ণতা
ছেড়ে চলে যেতে পারি না অন্য কোথাও
মায়ার বাঁধনে রূপশালি ধানভানা শরীরের ঘ্রাণ

মাথার ভিতরে আছে
এক চিরন্তন বোধ সদা আবর্তিত
আমি তারে নেভাতে পারি না
অন্য কোন অজানা সাধনে
সুরেরও বাঁধনে,শান্তির লগনে
তোমার সঙ্গে বেঁধেছি আমার পরমাত্মা
ছেড়ে চলে যেতে পারি না সুরের মূর্ছনা।

Sunday, July 28, 2019

ভালোবাসায় সম্মান

 ভালোবাসায় সম্মান 

  এম এ মাসুদ রানা 


রাত বাড়লে মেরুদণ্ড ঋদ্ধ
হাড়ে বাড়ে এক অজানা শক্তি
প্রেমে-অপ্রেমে, বেলা-অবেলায়,
খেয়ালে-বেখেয়ালে ভালোবাসা পালায়।

বিড়াল ছানার মতো আদর করা,
ময়নার মতো কথা শেখানো।
নয়'তো বাঁকা হাড়গোড়ে এক অনুভূতি
বাসমতি গন্ধ ছড়িয়ে সে পালায়, গাংচিল
তেপান্তরে- হায় হায় জীবনবেদে সজারু
ভালোবাসার আশায় বসে থাকা বটতলায়।

ভালোবাসার তড়খড় লতিয়ে লালনের কালীগঙ্গায়
কবির কবিতায় ভালোবাসার মোহন বাঁশি বাজায়,
প্রেম-ভালোবাসার মরুদ্যানে ভালোবাসার শব্দগুলো
শুকিয়ে খড়খড়ে মড়েমড় শব্দ আসে যায়।

আপেক্ষিক সূত্র মানা যায় না, হৃদয়াঞ্চলের নদীতে পানশি চায়,
ছলছলিয়ে খিলখিলিয়ে ময়ূর সময় পেলে, ভালোবাসারা ডানা মেলে।
তেল ছড়িয়ে, হৃদয় জুড়িয়ে সন্ধ্যার আগেই আঁচলে জড়ায়।
ভালোবাসতে গেলে একটু পাগল হতে হয়, মজনু তো নয়
জীবনভর  ভালোবাসায় থাকে কবিরা, তাদের কল্প রাজ্যে
ভালোবাসার কাব্যমালা গাঁথতে হয়, নইলে কী ৩০ বছর যায়?