Thursday, May 28, 2020

শুভ সকাল

🏝🏝🏝 শুভ সকাল  🏝🏝🏝
🏞🏞 এম এ মাসুদ রানা  🏞🏞
           
স্নিগ্ধ সকালের শুভ্রতায়
কেটে যাক না দিন মৌনতায়।
হয়তো রবে না কাছাকাছি
যেন তবুও যেন বয়েছো পাশাপাশি।
আলো-আঁধারির খেলা শেষে
সূর্য যেন আসে পূর্ব দিগন্তে ভাসে
তুমি মনে হয় আর আসবে না কাছে।
বলছি গভীর ভালোবেসে
চলো না যাই স্বপ্নের দেশে।
হোক না এটাই সত্য, 
তোমাতেই শুরু, তোমাতেই শেষ
রয়ে যাবে তবুও মধুর আবেশ।
জানি পরেছে তোমার মনে আকাল
বলতে চাই আমি শুভ সকাল।

No comments: