_________ হলো না ________
____ এম এ মাসুদ রানা _____
কেনাকাটা হলো না
ঈদগাহে কেউ গেল না
প্রিয়াও মোরে শুভেচ্ছা দিলো না
ঈদটাও ভালো করে হলো না।
থেকে গেলো আফসোস
সবাই মিলে করে বুদবুদ
মনে বহে হুদ হুদ
করে সবাই খুদবুদ।
মন করে বিষণ ডর
বুকে করে ধরফর।
হুকুম হয় না নড়চড়
বাইরে আসলে বলে মর।
বাইরে আসে না কোন তরে
কাছে আসে না করোনার ডরে
কাছে আসলে কেউ যদি সে মরে
এখনো মানুষ মরে সমান্য জ্বরে।
বলে সবে কোন কিছু হলো না
গাড়ি ঘোড়া চলে না
দোকান পাট খুলে না
অফিস আদালতে অভিযোগ চলে না।
No comments:
Post a Comment