_____ আর্তনাদ
___ এম এ মাসুদ রানা
শূন্যে তাকায় মধ্যবিত্ত সমাজ
পথঘাট হয়েছে ফাঁকা
ক'দিন থেকে আছি উপবাস
করতে পারিনি টাকা-কড়ি রোজগার।
উচ্চবিত্তরা রাখছে ব্যাংকে জমা
বস্তা ভরা চাল, ফ্রিজে ভর্তি আমিষ।
তাদের ঘরে নেইতো কিছু অভাব
এটা খাবো, ওটা খাবো তাদের স্বভাব।
এইতো বুঝি নিঃস্ব হলো মধ্যবিত্ত সমাজ
ওরাই বলে দূঃখী অসহায় দের নিয়ে মোদের বাস
তাকিয়ে দেখো মধ্যবিত্তরা তোদের কী কাজ?
তোদের কারণে মধ্যবিত্তরা গোলায় দিচ্ছে ফাঁস।
No comments:
Post a Comment