Thursday, May 28, 2020

পেটে ভিষণ ক্ষুধা

_________  পেটে ভিষণ ক্ষুধা  ________
_________ এম এ মাসুদ রানা ________

কি করিবো যাদু? 
প্রাণ যে, আর মনে না।
পেটে যে, ভিষণ ক্ষুধা কেউ তো জানে না
ক্ষুধার জ্বালায় মনে হয় তো আর বাঁচে না
কেউ তো মোদের কাছে সুবার্তা নিয়ে আসে না
মোদের দুঃখ নিয়ে কেউ কখনো কাঁদে না
মন থেকে কেউ মোদেরকে ভালবাসে না।

ক্ষুদার রাজ্য যখন দেখি তোদের খেতে 
ক্ষুদা যে, মোর আরও বেশি বেশি করে নাচে।
কেউ তো আসে না মোদের কাছে
মোদের কষ্ট তাদের হৃদয়ে নাহি বাজে
মোদের জন্য তোদের হৃদয়ে ভালবাসা নাহি ফুটে
ডাস্টবিনের নোংরা খাবারটিও তো নাহি জুটে
তাই তো মোদের বাস হয়েছে ফুটপাতে। 

নিদারুণ ক্ষুদার কষ্ট নিয়ে এখনো বেঁচে আছি, 
মৃত্যু এসেছে তো মোর মনে হয় খুবই কাছাকাছি
বিত্তবানরা ব্যস্ত শুধু, মোদের ভাগ করতে ভাগাভাগি। 
তোরা কি ভাবিস না তোদের মৃত্যু তো এসেছে পাশাপাশি?
রাখে না মোদেরকে তোদের পাশাপাশি
রাখলেই তো সৃষ্টি হবে সকলের প্রতি সমান ভাল বাসাবাসি।

মোর ভাগ নিয়ে আসিস কি কখনো কাছে?
মঞ্চে দাঁড়িয়ে ঝারিস সত্যের বড় বড় ভাষণ 
ভাষণের জন্যে তো তোদের এই আসন
সেই কারণেই করতে পারছিস মোদের শোষণ। 
শত মানুষের যে কথা বলিস, তা কখনো করিস?
তোদের ভাষণ হয়েছে কি কখনো আশিস?

তোদের ভাষণ, হয়নি কখনো আশিস 
মোদের কখনো নাহি ভালবাসিস
তোদের স্বার্থের কথা সর্বদাই যাচিস
এই স্বার্থের জন্য কখনো কখনো ফাঁসিস।

মোরা তো চাই না কোন ভাগ
মোরা চাই শুধুই ইনসাফ
হিসাব যেন নাহি হয় কখনো বেহিসাব। 
শুধু চাই দু"বেলায়, দু"মুঠো ভাত
ভাতের জন্যে হচ্ছি দিবানিশি কাত।
আমরা বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই 
বেহিসাবি সমাজে চাই শুরু ইনসাফ।

No comments: