Friday, February 26, 2021

নামাজ

 নামাজ

এম এ মাসুদ রানা 


নামাজ ছাড়া পাবেনা কেউ

দেখতে মুক্তির পথ

যতো টানো এই বেনামাজি

তুমি জীবনের রথ।


মিছে করো তারা সব শ্রম

টাকা আর ঘাম

আর যত সব আছে আমলের

নেই কোনো দাম।


মনে করো যদি আখিরাত

মানো যদি পরকাল,

নামাজ নিয়েই হবে কবরে

তোমার প্রথম সওয়াল।


পড়লে নামাজ সহজ হবে

বাকি সব জওয়াব, 

গুনাহ করে যদি রবের কাছে 

কাঁদো সিজদায়।

No comments: