Friday, February 26, 2021

বিচিত্র মন

 বিচিত্র মন 

এম এ মাসুদ রানা 


অন্তরে আছে যার কালো

মিঠা কথা শুধুই মুখে

প্রয়োজনে বুকে টেনে রাখো

স্বার্থের মহাসুখে। 


কিছুলোক আছে ধরাতে এমন

যেন সবার প্রিয়জন

প্রয়োজনে টিসুর মত করে 

ব্যবহার হলে প্রয়োজন।


সরলতা দেখলেই মনে করোনা

সে হলো বোকা

চালাকি মানে এমনটাতো নয়তো 

দিতে যাবে ধোকা।


হক্ব কথা বলা সৎ পথে চলা

মনুষ্যত্বের এক নীতি

স্বার্থের তরে ব্যবহার করে

হবেনা তার কোন প্রীতি।

No comments: