Friday, February 26, 2021

দ্বীনদার নারী

 দ্বীনদার নারী

এম এ মাসুদ রানা 


তোমার অর্ধাঙ্গিনী হয় যদি

দ্বীনদার নারী 

শান্তির আলোয় ভরে যাবে

ঘর ও বাড়ি।


ভুল করেও খোঁজো নাকো

তুমি শুধু রূপ,

কিছুটা সময় কেটে গেলেই

রূপ হবে চুপ।


তুমি পারবেনা খেতে খাবার

সাথে না থাকে যদি নুন,

সংসার সুখী হবে না কখনো 

ছাড়া সাংসারিক গুণ।


তুমি তাকওয়ার গুণ যদি 

নারীর মাঝে পাও,

তুমি বিয়ের তরে চটপট 

রাজি হয়ে যাও।

No comments: