ক্ষণিকের জ্যোতি
এম এ মাসুদ রানা
আমার ভাবনায় যা আসে
তাই লিখে রাখি,
এর মর্মের মর্মে বুঝেশুনে
করি মাখামাখি।
জানি সবই কোনোটাই
হবে না অমর,
ভাবধারার ভাষা মিলিয়ে
খুঁজি নিজ ঘর।
অরূপার রূপ নিয়ে চিন্তায়
হয় রাত জাগা,
ক্ষণে ক্ষণে লিখে রাখি এই
সব ভালো লাগা।
সেই ভালো হয়ে জ্বলে যদি
জাগরণের বাতি,
পলকে পলকে শেষ না হয়
ক্ষণিকের জ্যোতি।
No comments:
Post a Comment