উল্টো জগৎ
এম এ মাসুদ রানা
হচ্ছে কেন উল্টোপাল্টা
কেমন আজব দেশ?
রূপের কাছে গুণ হারে
মিথ্যা দিয়ে সত্য শেষ।
ছাত্রের কাছে শিক্ষকের হারে
ভণ্ডের কাছে সম্মানী;
তর্কের কাছে ন্যায় হারে
মূর্খের কাছে জ্ঞানী!
টাকার কাছে শিক্ষা হারে
মূর্খের দেয় শিক্ষা;
পুত্রের কাছে পিতার হারে
এমন মোদের দীক্ষা।
No comments:
Post a Comment