Tuesday, January 5, 2021

সাম্যের পথ

 সাম্যের পথ

এম এ মাসুদ রানা 


নারীবাদী কিংবা পুরুষবাদী

ধরনীর বুকে ভরপুর,

ধর্মের মাঝেও চলে রেষারেষি

নৈতিকতা হয়েছে দূর


মৌলবাদী কিংবা হিন্দুবাদী

নিরপেক্ষতা বড্ড কম,

জাত অজাতের দ্বন্দ্বে এখন

নিরপেক্ষর আটকে দম।


পদ-পদাবলীর জোট পড়ে

মানুষ এখন মানুষ নায়,

মানুষ আমি মানুষ খুঁজি

সততার হয়েছে পরাজয়। 


মানুষ পাবো কোথায় গেলে

মানবতার নাগাল পাবো,

সুর মিলবে তাঁর গানে সুরে

সাম্যের পথে চলবো।

No comments: