মনের ঘোর
এম এ মাসুদ রানা
বুঝিনা মনের মতিগতি
কি যে হলো অাজ
ফসকে গেলো, কুচকে গেলো
অন্তরের ভাজ।
কষ্ট হলেও আমায় ভুলে
ভালো থেকো,
তোমার প্রিয়জনকে তুমি
মনে রেখো।
মনে থেকে ভুলতে যদি
কঠিন কষ্ট হয়
সহজ করে বলে দিও
মনে নেই সংশয়।
ছিলাম তো প্রয়োজনে
আমি তোমার,
তোমার কথাতেই কাটল
মনের ঘোর।
No comments:
Post a Comment