Tuesday, January 5, 2021

অবনতি

 অবনতি

এম এ মাসুদ রানা


লজ্জায় মরে আজ ইসলাম বিশ্ব
কাফের খুশিতে মশগুল,
ফিতনার যুগে কুফরের জয়
সত্যকে বলেছে ভুল।


পীরের পায়ে সেজদায় পরে
সত্য সব জলে ভাসে,
মুসলমানদের কর্মে মুনাফিক
জয়ের হাসি হাসে।


রচনাকাল ০৬/০১/২০২১

No comments: