Tuesday, January 5, 2021

মুখোশ

 মুখোশ 

এম এ মাসুদ রানা 


স্বাধীনতা মানে না আর কেউ  

গড়েছে চোরের দল

আমার ক্ষমতা রাখার তরে

করবো অনেক ছল।


মারবো মানুষ, জ্বালাবো আগুন

পুড়ুক মানুষ আজ

আমিতো বেশ মহা সুখেই আছি

বাজাই সুখের বাজ।


দেশের কথা বলি মুখেমুখে

চলছে চুরি রোজ

শত অন্যায় চলছে দেশে

রাখিনা তার কোন খোঁজ। 


মানবতা যে, মরেছে কবে

কষ্টই বেঁধেছে বাধ,

ভালর মুখোশ পরে আমি

চলছি দিন রাত।

No comments: