Saturday, October 27, 2018

তৃপ্তির অভাব

 তৃপ্তির অভাব

 এম এ মাসুদ রানা


প্রিয়োসী সবার সবেই তো আছে,
আমার আছে বলো কি?
বুকের মাঝে দূঃখের আগুন জ্বলছে দিবানিশি
সেই আগুনে পুরছি অহর্নিশি। 

মেঘলা আকাশে মেঘের পাশে সোনালী রোদ হাসে।
ঝিলিমিলি আলো এই পৃথিবীতে আসে
আমার দূঃখে আধারে নেই সুখের ঝিকিমিকি।

চাঁদের আলোয় রাতের কালো মুছে দেয় যেমন;
আমার আধার মুছে দিতে পারো নাকি তেমন?
হৃদয়হীনা হলে তুমি কেমনে বলো বাঁচি!
বৃষ্টি ঝরার পরে নীল আকাশে রংধনু আসে
তেমনি করে আসতে পারো না কি তুমি?

সবাই সবে নিয়ে আছে কতো সুখে
সবে কিছু তুমি জানো না কী?
তোমার জেনে এমন কিছু করার থাকাবে কী?
সবার সবে তো আছে আমার আছে কী?

Thursday, October 25, 2018

স্বার্থ

_________ স্বার্থ
_____  এম এ মাসুদ রানা

আপন মানুষ  চিনেছে যে জন
জয় করেছে সে সবার মন,
আপন করার স্বাদ পেয়েছে সে জন
শুদ্ধ মনে যে করেছে সাধন  ভজন।

হৃদয়ে যার দারর করেছে বন্ধ
চোখ থাকিতে তাকে বলে সবে অন্ধ,
দেখতে হবে না সয়  দরদীর দ্বার
স্বারের হিংসা আপনা হতে করতে হবে দূর।

স্বার্থ লোক হয় গো লোভী
লোভীরে কি আর  সাধনে মানায়?
সাধন আর ভজন জানে ক"জন
কেবল জানে কতক সাধক আর স্বজন।

লোভ লালোসা দূরে রাখে
থাকবে তাঁরই সবার মাঝে।
তাঁরেই আপন করে দেখা যাবে
অনুনয়ে দুই চক্ষু বুজে সবে সয়।

Friday, October 19, 2018

লিপি


--------লিপি---------
_______মাসুদ রানা________
দাও ফিরিয়ে সেই লিপিকে, 
লাও তোমার ঈর্ষা 
লাও যত লৌহ লোষ্ট্র ও প্রস্তয়,
মোর লিপিকে নিয়ে আর হেলা করো না
হে বন্ধু সে তো তোমাকে যাচে না,
যাচে না তোমার কোন কিছুই, 
তবুও........................
কেন তুমি মোর লিপিকে নিয়ে করো খেলা
বার বার নয় শত বার বলি লিপি শুধুই আমার।


Sunday, October 7, 2018

আমরা স্বাধীন

                               আমরা স্বাধীন 
  এম এ মাসুদ রানা 

কোন দেশে আছি মোরা,
হায় পেলাম কোন দেশ!
স্বাধীন দেশে বাস করেও
স্বাধীনতার পাইনি লেশ।
ডিসেম্বর মাস আসলে পরে
বিজয় দিবসের চলে ঢেউ,
স্বাধীন দেশে বাস করেও
স্বাধীনতা পায়নি কেউ।

Thursday, October 4, 2018

মন

____ মন
__এম এ মাসুদ রানা

এই মনের শহরে,
কোথায় আছো তুমি।
আমি কাঁদি আর খুজি
আফসোস.....!
আজো নিখোঁজ আছো কি?
এই ভালবাসার নগরে,
কোথাও নেই তুমি।
তুমি কি ভাববো
আমি হেরে গেছি,
না-না-না-না-না
আমি হারি নাই
আজো ভালবাসনি তোমমায়।

Tuesday, October 2, 2018

বিজয় দিবস


_______বিজয় দিবস______
      এম এ মাসুদ রানা 

পাক বাহিনীর শাসন শোষণে
অতিষ্ঠ অাজ বাঙ্গালীরা,
জালিম হাটাতে স্বাধীনতা পেতে
বীর সন্তানেরা পাগল পারা।
নয়টি মাস চলে গেল
ত্রিশ লক্ষ জীবন দিল,
দেশটা হানাদার মুক্ত হলো
ষোলই ডিসেম্বর বিজয় এলো।

Tuesday, September 25, 2018

নিরাশা

&&&&নিরাশা%%%

**মাসুদ রানা****

তুমি অামার খড়কুটার
ছোট ঘরে এসো না।
তুমি আমার অগুছালো
বিছানায় বসো না।
আমার প্রতিটি খড়কুটতে
আছে বিরহ আর বেদনা।
তুমি আমাকে পাবে না,
সত্যি করে বলছি
তুমি আমাকে পাবে না।

Saturday, September 22, 2018

আবেগী মন

------- আবেগী মন
এম মাসুদ রানা


কাল সারাটা ক্ষন,
 আমি মিশে ছিলাম তোমার বুকের পাঁজরে।
স্পষ্ট শুনতে পেয়েছি তোমার
 প্রতিটি হৃদয় স্পন্দন।
তুমি অনুভব করতে পারনি
আমি দেখেছি তোমার চোখ,
সেই চোখে ব্যকুলতা দেখেছি,
কিন্তু তা আমার জন্য নয়।

কাল আমি মিশে ছিলাম
 তোমার প্রতিটি শিরায় উপশিরায়,
স্পষ্ট শুনেছি রক্ত চলাচলের শব্দ
কিন্তু তুমি শুনতে পাওনি।
 আমার বুকের একান্ত চাপা কান্না
 যার স্রষ্টা তুমি,
আমি সারাক্ষন খুঁজেছি তোমায়
 যে তোমাতে আমি হারিয়ে ছিলাম আমার আমাকে...
আমি খুঁজে পায়নি
 কারন তুমি ছিলে অন্য কোন ভূবনে।

Friday, September 21, 2018

আত্মসমালোচনা

------ আত্মসমালোচনা
----এম এ মাসুদ রানা

আত্মসমালোচনা হলো এক বড় গুণ,
সুখ এক নিঝুম ছদ্মবেশী,
কেউ কারো দেখতে পারে না,
আবার সবাই খুজে বেসামাল ।

না জানি কত্তো হিংসা বিদ্বেষ
করি না পাপ পূণ্যের হিসাব,
কেবল মাত্র একটাই  খুজি
সুখ শান্তি এই ভূ-জগতে।

খুজি না কাউকে আপন কে পর
পারি না হতে কারো আপন স্বজন,
কেন পারি না হতে কারো প্রিয়জন
খুজি না এটার কোন কারন।

সবে নিয়ে ভাবনা আসে বেলা অবেলা
কেবল মাত্র একটাই ভাবনা ভাবি না কোন বেলা,
অবসরে নিজেকে নিয়ে গভীর আত্মসমালোচনা।

Sunday, September 16, 2018

স্বাধীনতা

_______"স্বাধীনতা"_______
______মোঃ-মাসুদ রানা_____
_________________________

স্বাধীনতা তুমি শহীদ জিয়ার
কালুরঘটের ধ্বনি,
স্বাধীনতা তুমি স্বপ্নে দেখা না কি?
বাংলার  কমল বদন খানি।

স্বাধীনতা তুমি লাক্ষো শহীদের রক্ত দিয়ে কেনা
আমাদের স্বাধীন দেশের মাটি,
স্বাধীনতা তুমি মুক্তি জনতার
দেহতে রক্তমাখা পাটি।

স্বাধীনতা তুমি রক্তে রাঙা
বাংলার সবুজ রাজ পথ,
স্বাধীনতা তুমি বাঙালী বধূর
গৌরব উজ্জ্বল  নথি।

স্বাধীনতা তুমি আবাল বৃদ্ধ বণিতার
কৃষক শ্রমিকের মুখে হাসি,
স্বাধীনতা তুমি গর্জে ওঠা-
পাগল, নিপীড়িত দেশ বাসি।

স্বাধীনতা তুমি যুদ্ধ জয়ের
মুখোরিত সেই গান,
স্বাধীনতা তুমি ছিনিয়ে আনা
বাঙালী জাতির প্রাণ ।

স্বাধীনতা তুমি  দেখো না কোন অপরাধ
এই বাংলার প্রাণ
স্বাধীনতা তুমি যুগে যুগে যেন,
হয়ে আছ অম্লান ।

স্বাধীনতা তুমি বাঙালীর বুকে
থাকবে চিরস্মরণীয়  হয়ে,
লাঞ্ছিত হতে দেবো না তোমা

আগলেবো জীবন দিয়ে।

উৎসর্গ চন্ডি চরন

_______উৎসর্গ চন্ডি চরন________

__মোঃ-জুলফিকার আলি(জিল্লুর)_

কাব্যমালার কাব্যগুলি
জলদানিতে রেখেছি ঝুলি
গীতিমালার গুচ্ছগুলি
কণ্ঠনালির বীণায় গেঁথে
অপেক্ষা যে করছি আমি
কখন পাবো কখন দেব
সব সাজানো
আমার মনের পদ্যগুলি
তাঁহার গলায় পরবে ঝুলি
অনেক রঙ্গের রংতুলি অাজ
সাজিয়ে নিলাম তাঁহার তরে
যাঁহার লয়ে
কৌমুদীরই শিশির ভেজা
সব ফুলতেই সাজিয়ে দেবে
ছন্দমালার অঙ্গগুলি।।

Saturday, September 15, 2018

অজুহাত

 &&&&&&&& অজুহাত &&&&&&&&&

%%%%%% মাসুদ রানা %%%%%%%%

আমায় তরীমণি বলে আর কেউ ডাকবে না।
ভালোবেসে কেউ আর কবিতা লিখবে না।
রংধনুর সাত রং নিয়ে কেউ আসবে না। 
যা-হোক, বলবি দোষ কি ছিল আমরা?  
আমায় ছেড়ে তাহলে, কেন চলে গেল? 
ওহ! তুই তো বলছিস, ওটা তোমার অভিনয়। 
তবে, আমি যেটা জানেছি, 
ওটা তোমার মিথ্যা অজুহাত। 
আমার বিস্বাস, 
তুমি ঠিক একদিন সবকিছু ঠিক করে 
আমার নদীর খেয়ায় ভাসাবি। 
আর বুকে জরিয়ে বলবি,  
আমি পারি নাই ভুলতে তোমাকে।

Thursday, September 13, 2018

কোন কিছুই তোমার সমান নয়

______কোন কিছুই তোমার সমান নয়_____
                     এম এ মাসুদ রানা

এইবার হাত দাও, টের পাচ্ছো আমার অস্তিত্ব! পাচ্ছো না?
একটু দাঁড়াও আমি তৈরী হয়ে নিই ।

এইবার হাত দাও, টের পাচ্ছো আমার অস্তিত্ব! পাচ্ছো না?
তেমার জন্মান্ধ চোখে শুধু ভুল অন্ধকার ওটা নয়, ওটা চুল ।

এই হলো আমার আঙ্গুল, এইবার স্পর্শ করো,–না, না, না,
ওটা নয়, ওটা কন্ঠনালী, গরলবিশ্বাসী এক শিল্পীর
মাটির ভাস্কর্য, ওটা অগ্নি নয়, অই আমি–আমার যৌবন ।

সুখের সামান্য নিচে কেটে ফেলা যন্ত্রণার কবন্ধ–প্রেমিক,
ওখানে কী খোঁজ তুমি? ওটা কিছু নয়, ওটা দুঃখ;
রমণীর ভালোবাসা না-পাওয়ার চিহ্ন বুকে নিয়ে ওটা নদী,
নীল হয়ে জমে আছে ঘাসে,–এর ঠিক ডানপাশে, অইখানে
হাত দাও, হ্যাঁ, ওটা বুক, অইখানে হাতা রাখো, ওটাই হৃদয় ।

অইখানে থাকে প্রেম, থাকে স্মৃতি, থাকে সুখ, প্রেমের সিম্পনি;
অই বুকে প্রেম ছিল, স্মৃতি ছিল, সব ছিল তুমিই থাকো নি ।

Friday, September 7, 2018

খোদা প্রেম

--------- খোদা প্রেম ------------
®®®® মাসুদ রানা ®®®®

জীবন চলার পথে, ভুল পথে
যদি চলে যাই।
ক্ষমা করে দিও তুমি,
দূরে ঠেলে দিও না কো
ওগো দয়াময়।
বহতা নদীর মত ছুটেছি পানে,
তোমার ইবাদত মন শুধু পিছু টানে-
ভুলেছি তোমাকে
তোমার প্রেমকে।

Wednesday, September 5, 2018

শৈশব

#########শৈশব ########$

@@@@ মাসুদ রানা@@@@@

দিনগুলি মোর সোনার খাঁচায়
রইল না, রইল না।
সে যে আমার নানা রঙ্গের দিনগুলি,
হারানো স্মৃতির নিকুঞ্জপথে।
কুঁড়াই ঝরা ফুল,  একেলা আমি।
হারায় না কিছুই যত কথা যত গান,
সবই আছে, সবই সবই থাকে
কিছুই যায়না ভোলা।
ভুলে থাকে যে তো নয় ভোলা,
বিস্মৃতি মর্মে  বসিয়ে রক্তে মোর দিয়েছে যে দোলা।।

Tuesday, September 4, 2018

নারী

@@@নরী@@@

@@মাসুদ রানা@@

নারীর জন্য বাড়ি গাড়ী
নারীর জন্য মন,
নারী ছাড়া এই দুনিয়ায়
কী আছে আর কন?

নারী পেলে কব্য লিখি
সুন্দরে হয় লীন
নারী থেকে বিমুখ থাকে
কোন সে হৃদয়হীন?

নারী মাতা, নারী ভগ্নী
নারী হয় আপনজন
নারী আছে, থাকবে নারী
নারীর জন্য হয় রণ।

পুরুষের জীবনে সঙ্গে নারী
গড়বে সাধের সমাজ
আছি সদা মিলেমিশে তাই 
সমাজটা সুন্দর আজ।

Monday, September 3, 2018

বিদায়

*********বিদায় *********
+++++মাসুদ রানা+++++

বিদায়ের দিনটা ঘনিয়ে এলো
আমি চলে যাবো দূরে,
জানাচ্ছি সকলকে বিদায়ী সালাম,
অশ্রু বেয়ে আবোরে।

থমথমে হয়ে আছে তোমাদের 
চলন্ত পড়ালেখার গতি,
একে একে হচ্ছে সব চলমান 
কিছুু  অতীতের ইতি।

উস্তাদ ও বন্ধু কেউ রবে না পাশে
হবে কেউ অজানা 
আমাদের পক্ষ থেকে তোমাদের 
জানায় শুভ কামনা।

Friday, August 24, 2018

কুরবানির পশুর কথা

কুরবানির পশুর কথা
   মোঃ মাসুদ রানা

গরু ডাকে হাম্বা হাম্বা
ছাগল ডাকে ম্যা ম্যা,
মহিষ বলে কি হয়েছে
এত চিল্লাচিল্লি ক্যা?

মনের দুঃখে গরু বলে
কি আর বলবো ভাই,
কাল সকালে হতে হবে
কুরবানির জন্য জবাই!

কেঁদে কেঁদে ছাগল বলে
আমারও কেশ তাই ,
তুমি কি  ভাই  পারবে না
বাঁচাতো  আমায় !

কথা শুনে মুচকি হাসে
মহিষ মিঞা তখন,
ভাল করে বুঝিয়ে দেয়
জ্ঞানী গুণীর মতন।

শোন হে ভাই, শোন তবে
আসল কথা কই ,
আমরাতো এ দুনিয়ায়
অমর মোটেও নই !

একদিন হলেও যেতে হবে
দুদিন আগে পরে ,
তার চেয়ে ভালো কুরবান
হওয়া মহান আল্লাহর তরে !

ছাগল গরু ভেবে দেখে
কথা পুরো ঠিক ,
সাথে সাথে কান্না থামায়
নিজেদের দেয় ধিক !

উঁচু কন্ঠে বলে ওঠে
ওহে মহিষ ভাই,
আল্লাহর তরে প্রস্তুত মোরা
মনে নাই কোন ডর !

Sunday, August 19, 2018

আনন্দ

______আনন্দ______
এম এ মাসুদ রানা 

আনন্দ থাকে ফুল বাগানে,
আনন্দ থাকে পাখির গানে,
আনন্দ থাকে অরুণ আলোয়,
আনন্দ থাকে শিশুর প্রাণে,
আনন্দ থাকে বাতাসের সাথে,
আনন্দ থাকে সাগর জলে,
আনন্দ থাকে ধুলি কণায়,
আনন্দ থাকে তৃণের দলে,
আনন্দ থাকে আকাশ জুড়ে ,
আনন্দ থাকে তারায় তারায়,
আনন্দ থাকে সকল সূর্যে,
আনন্দ থাকে রক্তধারায়,
আনন্দ থাকে মধু বনেহ,
তোমার সব আনন্দ জীবনে আসুক  
পড়ুক ঝরে আনন্দ আলোর মত
থাকুক তোমার জীবন ভরি।

Wednesday, August 15, 2018

প্রিয়া তুমি আমার হবে

________প্রিয়া তুমি আমার হবে_________
____________মাসদ রানা_______________


যদি জীবন মৃত্যুর মাঝ পথে দাড়িয়ে,
জীবনের সব কিছু হারিয়ে,
তোমার কাছে এসে যদি বলি প্রিয়া তুমি কার?
বলবে কি আমি শুধু তোমার।
যদি দুরারোগ্য কোন রোগে প্রহর গুনি মৃত্যুর দুয়ারে,
তবে কি বলবে আমায় সত্যি করে?
আমি শুধু তোমার,
আপন করে নাও আমাকে,
ভালবেসে জায়গা করে দাও তোমার বুকে,
আজীবন থাকবো পাশে সূখে আর দুঃখে।

তবে;
আমি হয়ে যাবো ভাষাহীন,
তোমার দুচোখে যাবো হারিয়ে,
অপলক নয়নে শুধু দেখবো তোমাকে মনের যন্ত্রনা সড়িয়ে,
দুচোখে বয়ে যাবে অশ্রুর বন্যা,
সেই অশ্রু ধারা বলবে আমার মনের ভাষা,
বলবে মনের আকুতি,
খুশিতে হবো আত্মহারা।

যদি মানষিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যায়,
তবুকি চিনবে আমায়?
আমি যদি তোমাকেও না চিনি,
তবুও কি চিনবে আমায়?
পাগল বলে ধিক্কারে তাড়িয়ে দেবে নাতো?
তখন কি বলবে ও পাগল নয় ও আমার প্রিয়?
যদি চিন্ন বস্ত্র,অগোছালো চুলে তোমার সামনে এসে দাড়ায়,
যদি তোমায় দেখে স্মৃতি ফিরে পায়।

কাছে এসে যদি বলি চিনতে পারছো কি আমায়?
তখন কি চিনেও অস্বীকার করবে আমাকে?
যদি দূর থেকে চিত্‍কার করে ডাকি তোমার নামটি ধরে,
আমাকে লজ্জা দেবে নাতো কোন ধিক্কারে?
যদি জীবন যুদ্ধে মাঝ পথে হেরে যায়।

তবুকি ভালবাসবে আমায়?
যদি নেষায় মাতাল হয়ে থাকি অন্ধকারে,
ভালবেসে আনবে কি আমায় আলোর অভিসারে,
যদি সবাই নেষা খোর মাতাল বলে তাড়িয়ে দেয় দূরে,
তুমিও কি ছেড়ে যাবে আমাকে ঘৃণা করে?
যদি কোন দুর্ঘটনায় বিকলাঙ্গ হয়ে যায়।

তবুকি ভালবাসবে আমাকে?
যদি এ দুটি চোখে না দেখতে পাই কাউকে,
নিজে কাছে এসে ধরবে কি আমাকে?
যদি চলার শক্তিও হয়ে যায় বিলীন,
তুমি কি পাশে থাকবে চিরদিন?
জীবনের শেষ মুহূর্তে এসে।

যদি বলি প্রিয়া তুমি কার?
একটাই অনুরোধ তোমার কাছে,
বলিও আমি শুধু তোমার।
মরে ও শান্তি পাবে আমার আত্মা,
পরপারে অধীর অপেক্ষায় থাকবে শুধু তোমার জন্য,
তোমাকে ভালবেসে ধন্য আমি ধন্য।