মুক্ত মনের পাখি আমি
এম এ মাসুদ রানা
___________________
___________________
মুক্তমনের পাখি আমি,
স্বডানায় ভর করে,
উড়ে চলি দূর অজানায়।
মেঘহীন এ গগণ,
পুরোটাই আমার শহর।
পারো তো এসো এ শহরে,
রৌদ্র হয়ে পোড়াতে নয়,
পূর্ণদীপ্ত শশী হয়ে,
আমি মুক্তডানায় মাখবো তোমার জোছনা।
না হয় এসো মুক্ত পাখি হয়ে,
দুর্বার ডানায় উড়ে উড়ে আপন মনে,
দু' জনায় হারিয়ে যাব,
ভালবাসার গহীন বনে।
এম এ মাসুদ রানা
___________________
___________________
মুক্তমনের পাখি আমি,
স্বডানায় ভর করে,
উড়ে চলি দূর অজানায়।
মেঘহীন এ গগণ,
পুরোটাই আমার শহর।
পারো তো এসো এ শহরে,
রৌদ্র হয়ে পোড়াতে নয়,
পূর্ণদীপ্ত শশী হয়ে,
আমি মুক্তডানায় মাখবো তোমার জোছনা।
না হয় এসো মুক্ত পাখি হয়ে,
দুর্বার ডানায় উড়ে উড়ে আপন মনে,
দু' জনায় হারিয়ে যাব,
ভালবাসার গহীন বনে।
No comments:
Post a Comment