মোর অংশ দে
মোঃ- মাসুদ রানা
মোর অর্থে করো বাজেট
সংসদে হয় ভাগ,
তোমার চরন যুগলে পরি
মোর পাওা মোরে দে।
জনগণের অর্থ ঠকিয়ে
নিতে পরল না তোদের মনে।
এই বলতেই হইছো বেজার
বলিস মর পাবলি মর
তোর ভাগ্যের চাকা হবে কেন লরচর।
দেশের বোঝা বইছে পাবলিক
তোরা বলিস মোর ভাগ মোকে দে।
মুখোস পরা জনদরদী হয়ে বলিস,
দেশের তরে জীবন বাজি।
সবই নিলো ভণ্ড নেতা
মোগো বলিস কংস মামা।
মামার সাথে বাজি নিয়ে
ডিম দেওয়া সেই সোনার হাস।
No comments:
Post a Comment