♠♠ ডায়েরী ♠♠
এম এ মাসুদ রানা
ছিড়ে ফেলেছি আমি আমার
অগুছালো ডায়রির পাতা,
যেখানে আমার লেখা ছিল
কত অগুনিত স্বপ্ন কথা।
কখনওই ছিড়তে পারিনি
আমার তৃষ্ণাতূর মনের পাতা,
যেখানে জমে আছে অনেক অনেক
জীবনের কতোশত স্বপ্ন ও আশা।
ছিড়েছি ডায়রির পাতা
লেখাছিল কলমের কালি দিয়ে,
হৃদয়ের পাতা থেকে মুছবো কি করে
জানি না এই আমি।
No comments:
Post a Comment