Friday, August 3, 2018

বাংলাদেশ

      বাংলাদেশ
এম এ মাসুদ রানা



এক.

চোখের পাতায় ডুবলো সকাল

খুঁজবো কোথায় নীল,

নামলো আঁধার হারিয়ে গেলো

সুখের শঙ্খচিল।


মনের নদী শুকিয়ে মরু

বৃষ্টি ভীষণ খরা,

রাজনীতিতে বর্গী এলো

দেশটা এখন মরা।


কাঁদছে স্বদেশ মরছে স্বজন

পিচাশ এলো হেসে,

রফিক শফিক একুশ মাখা

আমার বাংলাদেশে।


কোথায় গেলো আসাদ তোমার

রক্তমাখা জামা,

চোখের জলে ভরছে সাগর

বিরান এ ভূম তামা।


দুই.

লোনায় কাঁদুক চোখের পাতা

বধির বিবেক মানবতা,

বাংলা মায়ের হৃদয় জুড়ে

শক্তি খুঁজুক শোকের বীজ,

ইশরাতের রক্ত অনল-

পুড়াক পিচাশ সকল নিজ।


তন্দ্রা কাটুক আগামরা আজ

গর্ব ত্যাগের মোদের ফায়াজ,

১৬ কোটি দ্রোহের শিখা

জঙ্গি জ্বলুক- কাটুক ঘোর,

অবন্তিদের ত্যাগের আলো



বাংলা জুড়ে আসুক ভোর।

No comments: