Friday, August 3, 2018

স্বপ্ন কন্যা

______স্বপ্ন কন্যা______
     এম এ মাসুদ রানা


তুমি স্বপ্নে আসো
তুমি স্বপ্নে হাসো,
স্বপ্ন ভেঙ্গে গেলে
তুমি কোথায় থাকো।
শুধুই কি তুমি
স্বপ্ন হয়ে থাকো?
আর স্বপ্নতেই
বাসা বাঁধ।
স্বপ্ন ছেড়ে বাস্তবে কি
কখনো আসো?
বাস্তবে কি তুমি
দূরে দূরে থাকো?

No comments: