এসো মুমিন মুজাহিদ
এম এ মাসুদ রানা
এসো মুমিন মুজাহিদ তোরা
রাখো ভাই হাতে হাত,
ছেড়ে যেওনা অবেলায়
বিনিময় করি দ্বীনের সৌওগাত।
কতই সুন্দর মধুর বানী পাঠিয়েছে
কালেমায় শাহাদাত,
এ বাণীটি পৌঁছাতে হবে
করতে হবে আঘাতে প্রতিঘাত।
যদি তোরা সমান্যতে ভয় পাও
প্রতিবাদেবকার হবে হিম্মত,
তাই এসো ভাই মুমিন মুজাহিদ
মোরা রুখে সব জুলমাত।
No comments:
Post a Comment