Friday, November 6, 2020

কম যান

 কম যান


নেশার ঘরে, জুয়া খেলায়

যত পারো কম যান

রঙ তামশার রঙ্গধরণী সল্পক্ষণ

কবে জানি যাই জান


পাপনদে থাকলে ডুবে

দিলটাকে সমজান

যত পারে করে যাক

পূণ্যের সন্ধান


সময় থাকতে ভাল হোন

নেওয়ার আগে যম জান

মৃত্যুর পূর্বে পাও যেন তুমি 

জান্নাতের সুঘ্রাণ

No comments: