ইচ্ছে আছে
এম এ মাসুদ রানা
আরব মরুর হেরার বুকে
নবীর ধ্যানের গর্ত আছে!
সেথায় যাবো আমার আশা
আমায় ধরেছে চরম নেশায়।
ঘুরতে যাবার ইচ্ছে আছে
মনের ভিতর বাজনা বাজে।
আমার চোখে স্বপ্ন জমা
সুরমা ওয়ালা সুরমাও আছে!
ফরিয়াদ জানাই এই অসহায়
প্রিয় নবীর মাজারে যায়।
মন ভরিয়ে করবো সালাম
মনে মনে সফত নিলাম।
আজ শুধু আমার একটি চাওয়া
আমার নবীর পরম কাছে!
স্বপ্নে হলেও একবার তোমায় দেখার
আমার বড় ইচ্ছা আছে!
No comments:
Post a Comment