Friday, November 6, 2020

গাজওয়ায়ে হিন্দ

গাজওয়ায়ে হিন্দ 

এম এ  মাসুদ রানা 


হাতের মুষ্টিতে শক্ত করে শান দাও

প্রতিবাদের তরে মনকে শক্ত করে নাও।

অচিরেই শুরু করতে  হবে মহসযুদ্ধ

মুসলিম সমাজ আজ বেজায়  ক্ষুব্ধ। 


প্রতিহতর তরে বেঁধে নাও মহাজোট 

কোন মালাউন বসাতে না পারে যেন ঠোঁট। 

ইমানের জোরে আত্মাকে করে নাও শুদ্ধ

মক্তভাবে বাঁচাতে মনুষ্যত্বকে করে নাও বিশুদ্ধ। 


গাজওয়ায়ে হিন্দের তরে আজো

মজলুম কান্না হৃদয়ে করুন সুরে বাজে। 

কাশ্মীর বসনিয়া সিরিয়া,লিবিয়া ফিলিস্তিন 

হরদমে খুজে ফিরে মুজাহিদ প্রতিদিন। 


খালিদের তারিকের, শিষ্য তুমি বিন কাসিমের

মুক্ত করিতে আকসা, তুমিও তৈরি হ‌ও অসীমের।

কি দূর্বল আহ কি মুমূর্ষু যন্ত্রণায় হয়েছে তারা কাতর

ফিরে কি পাবে না তাঁরা কখনো স্বাধীনতা আবার।


ফিরাতে হবে তাদের স্বাধীন জীবিকার তরে 

অন্যায় জুলুমে যেন আর নাহি কেহ মরে।

প্রতিহত করতে হবে তাদের ঐক্যবদ্ধ হয়ে

শান্তি পাবে তারা আমাদের ঐক্যের জোরে।

No comments: