নেই
এম এ মাসুদ রানা
ঈমান আছে, আমল আছে
নেই তবে এখলাছ
মরন হবে, স্মরণ আছে
নেই শুধু এহসাস
কোরআন আছে, হাদিস আছে
নেই তার আলোচনা
দ্বীন আছে, ইসলাম আছে
নেই শুধু প্রকাশ
কলম আছে, কালি আছে
নেই শুধু জ্ঞান
প্রাণ আছে, জ্ঞান আছে
নেই কোন অনুশোচনা
চোখ আছে, মুখ আছে
নেই শুধু স্বাধীনতা
দল আছে, বল আছে
নেই শুধু একতা
টাকা আছে, পয়সা আছে
নেই শুধু উদারতার
ছেলে আছে, মেয়ে আছে
নেই শুধু সুশিক্ষা।
No comments:
Post a Comment