মানতে হয় আলেম
এম এ মাসুদ রানা
আলেমের কাছে কলমা শিখে
হলে তোরা মুসলমান
তোরাই করছিস আজ দেখি
আলেম চরম অপমান
আলেম পড়াবে তোর জানাজা
যখন হবি লাশ
আলেম হলেন এই ত্রিভুবনে
মহান খোদার দাস
আলেমের কাছে কোরআন শিখে
বদদ্বীন খোঁজে দ্বীন
কেমন করে শোধ করিবে তুই
আলেমগণের এই ঋণ
দ্বীনের পথে অবিরাম চলছে ছুটে
পিছু হটে না তবু
কাফের বেদুইন কখনো তাদের
করতে পারে না কাবু।
একদিন তোরা বুঝবে সবি
করতে পারবে না কিছু
লজ্জা ঘৃণায় চলবে চলবে তোরা
মাথা করবে নিচু
আবার বলি তোমরা শোনো
আলেমদের সম্মান কর
উপযুক্ত সম্মান দিয়ে তোরা
তাদের সজহ পথ ধর।
No comments:
Post a Comment