স্বকরুণ সুর
এম এ মাসুদ রানা
জীবনকে নিয়ে করে যায়
বড্ড অবহেলা,
তুমি যদি গো ফিরে আসো
কভু অবেলায়।
অপেক্ষায় প্রহরে পরে আছি
সাথে আছে মন,
ক্ষণে ক্ষণে অনুক্ষণে সেতো
করে জ্বালাতন।
নষ্ট বীণায় বাজে কেন এতো
স্বকরুণ সুর,
আত্মা থেকে আত্মার মাঝে
হয়েছে বেসুর।
মৃত্যুর দিয়ে শেষ হবে আমার
স্বপ্ন হবে না মধুর
তুমি হাতড়ে বেড়াই পাবেনা খুঁজে
ছুটবে দূর বহুদূর।
No comments:
Post a Comment