কোথায় ভুল
এম এ মাসুদ রানা
মনে
শুধু ভয়
সম্পদ সবার নয়
জগৎ হবে একদিন ক্ষয়
সেরা
যেন তাঁরা
অর্থ লুটচ্ছে যাঁরা
সভ্যতা হচ্ছে শিল্পহারা
মিথ্যা
আমি কই
কারো ক্ষতে রই
এমন মিথ্যুক কেহ নই।
আপন
অহংকারে ভরা
সুযোগ বুঝে তাড়া
সর্বস্ব কেঁড়ে নেয় তাঁরা।
ধর্ম
ফুটে অকর্ম
সাধক বুঝে মর্ম
সবাই খুঁজে শুধুই কর্ম।
হিংসা
করে সবাই
আপন বুঝে না তাই
স্বার্থে জন্যে করে জবাই।
No comments:
Post a Comment