Wednesday, May 19, 2021

প্রিয়ার শেষ চিঠি

 প্রিয়ার শেষ চিঠি 

এম এ মাসুদ রানা 


আমার বিদায় বেলায় খোদা

কালিমাটা পড়িয়ে নিও

ব্যথাতুরের শরীরেব কাফনের

সাদা কাপড় জড়িয়ে দিও।


তুমি জানাযাতে শরিক হয়ে 

চিরবিদায় দিয়ে যেও

অন্তিমকালে চেহারাটা দুনয়ন

ভরে দেখে নিও।


আমার কথায় কেও ব্যথা 

পেলে মাফ চেয়ে নিও

দু'হাত দিয়ে আমার কবরে

তিন মুঠো মাটি দিও।

No comments: