Wednesday, May 19, 2021

সাম্যের মান

 সম্যের মান 

এম এ মাসুদ রানা 


আমার কলম সত্যের বানী

লিখে থাকে অবিরাম

আমার কলম বিদ্রোহের ঝড়

তোলে থাকে অবিরত। 


আমি না'কি মানুষ ভালো না

চালাই বিদ্রোহ আজ

আমার জন্য প্রয়োজন আছে 

ভিন্ন কোন সমাজ। 


আমার কলম হোক না অধম 

শান্তিতে থাকুক দেশ

আমার কলম ঘুমন্ত নয় সবে

বিদ্রোহ লিখুক বেশ।


অনেকেই তো এসেছিলো এই 

সুন্দর সজ্জিত ভবে 

তাঁরাও তো বিদ্রোহ করেছিল 

আরাম হীন তবে।


তাঁরাও গেয়েছিল বিদ্রোহী গান 

এনেছিল সাম্যের মান

দ্বিধা ছাড়ায় তাঁরা উৎসর্গ করে

গেছে তাঁদের প্রাণ। 


তাই তো আমিও ঝড়াতে চাই 

কলম দিয়ে দ্রোহ বান 

দ্রোহ দিয়ে ফিরিয়ে আনতে চাই 

সমাজে সম্যের মান।

No comments: