Wednesday, May 19, 2021

কাঁদিস না মা

 কাঁদিস না মা

এম এ মাসুদ রানা 


কাঁদিস না মা ছেলের শোকে

বেদনার মাঝে সুখ 

জান্নাতে তুমি বউমা পাবি যে,

সুন্দরী লাল টুকটুক।


আঁধার আকাশে মেঘ উড়েছে

বিজয়ের ঘনঘটা 

তোমার ছেলে কিনছে বেহেশত্

লাগেনি অর্থ মোটা।


তোমার হাজার ছেলে শহীদ হলো

লক্ষ গাজী আছি

এমন করেই আমার দ্বীনের তরে 

জীবন রেখেছি বাজি।

No comments: