Wednesday, May 19, 2021

ঘুনে ধরা সমাজ

 ঘুনে ধরা সমাজ 

এম এ মাসুদ রানা 


ঘুনে ধরা এই সমাজ

যাচ্ছে আর হচ্ছে কি যে আজ।

বন্দ হয়ে গেছে বিবেকের দরজা

কানুন আছে সমাজে আবছা। 

লাল সবুজের পবিত্র এই মাটি

গুলির তরে হয়েছে লাশের ঘাঁটি। 

থেমে গেছে প্রতিবাদী সব কণ্ঠ 

পঁচে গিয়েছে রাষ্ট্র চালিত যন্ত্র। 

সত্যের দাম, মুখের লাগাম নেই 

অন্যায় অবিচারে ভরেছে সব হাই।

মিথ্যার ফুলঝুরি ছুটাছুটি হরদমে

বিচার পায় না কেউ জনে জনে।

ক্ষমতাকে পুঁজি করে, পেট পুরে

সৎ জ্ঞানী জনেরা আছে দূরে দূরে।

No comments: