শুধু তোমার জন্য
এম এ মাসুদ রানা
শুধু তোমার জন্যে
এই সাজ সাজ প্রহর,
সাজোয়া পৃথিবীর আকাশ
তারার মিতালি জব্বর
শুধু তোমার জন্যে
এই মৃদু মৃদু আলো,
উত্তুরের বাতাস গায়ে
শীতল বাতাস জমকালো।
শুধু তোমার জন্যে
এই মায়াবী চোখ,
হাজার নদী মতো স্রোত
প্রতিক্ষণে ভেজা পলক।
শুধু তোমারই জন্যে
এই ঠোঁটে ছিলো হাসিহাসি
দূরের বনে আনমনে বসে থাকা
নিত্য কাঁদে বেহেলা বাঁশি।
No comments:
Post a Comment