মতামত
এম এ মাসুদ রানা
অহেতু মতামত দিও না তুমি
তোমার মতামতের যোগ্য কি আমি?
তুমি তো আমার থেকে অনেক দামী
মূল্যবান মতামত করো না কখনো বেদামী।
শান্তনা দেবার জন্য বলো না হাই
জোর করে কিছু করার দরকার নাই,
আমি আমাকে জানি, আমি শুধুই ছাই
আমার উপরে ঘি ঢেলেও কোন লাভ নাই।
জীবনের গতি থেমে গেছে
চলতে পারি না আগের মতো নেচে নেচে
আত্ম হত্যা মহাপাপ জেনে এখনো আছি বেঁচে
কি হবে কুয়াশার মাঝে আলো নিয়ে ছুটে।
তোমার চলন বলন সবে এসেছে বুঝে
তবুও অবুঝ মন তোমার মতামত খুঁজে।
তোমার তুলনা হবে না, কোন কিছু সমতুল্য
তোমার মতামতের দিতে পারবো না মূল্য।
সেই তরে বলি আমি,
তোমার মন যদি আমারে না চাই
প্রিয় নাম ধরে ডেকো না আমায়
সহজ করে বলে দিও আমায় বিদায়।
No comments:
Post a Comment