---- তুমি প্রিয়ে ----
এম এ মাসুদ রানা
জানি তুমি ভাঙ্গিবে হৃদয়
কঠিন পাথর দিয়ে,
ভাঙ্গে হৃদয় প্রবেশ করতে
চাও আলো নিয়ে।
জ্বলবে কেমন, জ্বালাবে কেমন
টের পাবে নিজে,
পুড়াচ্ছো নন্দিত আঁধারে প্রদীপ
জ্বলছো কৃত্রিম দিয়ে।
সবই জানো সঠিকভাবে তুমি
সবটাই জানাও প্রিয়ে,
কোথায় যাবো, কেমনে রইবো
তোমার সনে যাও নিয়ে।
No comments:
Post a Comment