স্বপ্নের রাষ্ট্র
এম এ মাসুদ রানা
আমি আমার রাষ্ট্রে,
কখনো হয়ে যাই প্রধানমন্ত্রী,
মন্ত্রী পরিষদও গঠন করি,
থাকেনা কারোই ভোটাধিকার ;
প্রয়োজন হয় না গণতন্ত্রের
দরকার হয় না আমলাতন্ত্রে
তৈরি করতে হয় না রাষ্ট্রীয় যন্ত্র।
মন্ত্রে থাকে না গণতন্ত্রের রক্ষাকবচ!
থাকে না রাষ্ট্রের কোন সীমানা
অবাধে চলতে নেই কোন মানা
কেউ কখনো দেয় না হানা
সবাই মুক্ত এটা সবার জানা।
সবাই মুক্ত বিহঙ্গের মতো উড়ে
চলে যাই দূর বহুদূরে থাকি ফুরফুরে।
No comments:
Post a Comment