Tuesday, January 19, 2021

হাসির ঝলক

 হাসির ঝলক

এম এ মাসুদ রানা 


তোমার হাসিতে আকাশ হাসে

তোমার হাসিতে জোছনা আসে।

তোমার হাসিতে ছন্দের ছড়াছড়ি 

তোমার হাসিতে প্রেমের জোড়াজুড়ি


তোমার হাসিতে রাত্রী হয়েছে মাতাল

তোমার হাসিতে প্রেম করেছে কাতল।

তোমার হাসিতে শুরু হয়েছে ভালোবাসি

তোমার হাসিতে প্রিয়া এসেছি কাছাকাছি।


তোমার হাসিতে মিষ্টি সুবাস ছড়ায়

তোমার হাসিতে আমার হৃদয় নাড়াই

তোমার হাসিতে আছে অনেক বিশালতা

তোমার হাসিতে ভেসে আসে আকূলতা।


তোমার হাসিতে করে মুক্তার ছড়াছড়ি 

তোমার হাসিতে আমিও করি নড়ানড়ি 

তোমার হাসিতে মিলনের গান ধরি

তোমার হাসিতে প্রেমের বাসর গড়ি।

No comments: