Tuesday, January 19, 2021

প্রিয়ার কাছে নিবেদন

 প্রিয়ার কাছে নিবেদন 

  এম এ মাসুদ রানা 


ওগো মোর প্রিয়তমা

থেকো না এতো দূরে

কাছে এসে পাশে বস

সবকিছু দিবো ভরে।


তোমায় স্বপ্নে দেখি আমি

গোধুলি এক বিকেলে 

বলেছিলে থাকবো চলবো 

সুখের কথা বলে বলে।


এলোমেলো জীবনটাকে

সুখে দিবে ভরে,

এই বাসনা মনের মাঝে

হরদমেই নড়েচড়ে।


সুন্দর করে গড়বো জীবন

বুঝবো নিজের মত,

কোমল হাতের ছোয়া পেয়ে

ভুলবো মনের ক্ষত।

No comments: