মানুষ
এম এ মাসুদ রানা
______________________
মানুষের মতো দেখি যাদের
তারা সবাই মানুষ নয়,
ছদ্মবেশ আছে কিছু মানুষ
কেহ তাদের মানুষ কয়।
বাহির মানুষ হয়, ভেতর পশু
দেখতে মানুষ আসল
আসল মানুষ হয় তাঁরাই দ্যাখ
যাঁদের ভালো কর্মফল।
কে হলো মানুষ, কে হলো পশু
করি যদি তা যাচাই?
সবাই সবার কর্ম নিয়ে ভাবো
দেখবে অনেকেই মানুষ নাই।
No comments:
Post a Comment