Sunday, July 11, 2021

আমাদের অপরাধ

 আমাদের অপরাধ

এম এ মাসুদ রানা 


ফেরাউন ডুবে মরেছে

নীল সগরের বুকে,

সাজ্জাত পাপি মরেছে 

তার কাজের ঝকে।


অতীতে জাতি হয়েছে  

নিঃশেষ নিজ পাপে

নিরমল বাতাস আসছে

ভয়ানক চাপে।


লুণ্ঠিত হচ্ছে মাটিতে সবাই

উল্টিয়ে বলি শেষে

নেমে এসে গেছে চিরায়ত

কঠিন আজাব দেশে।


আমাদের অপরাধ হয়েছে

তাদের চেয়ে বেশি

সীমাহীন ভয়ে বুকে নিয়ে 

কাঁদি তাই দিবানিশি

No comments: