করোনার ধামাকা
এম এ মাসুদ রানা
রোগের মাঝে রোগীর দর্শনে
করোনায় হলো বাধা
মা বাবার হয়েছে মরণ দেখে
দূরে কাঁদে দাদা।
স্বজনেরা চরম দূর্ভাগা বটে
বিপদে কাছে নাই
আনন্দের আয়োজনেও নেই
দূর থেকেই বলে হাই।
ঝিম ধরা পৃথিবীটার চেহেরাটা
হয়েছে একেবারে অন্য,
আলোকিত ধরণীটা করেছে
আজ শ্মশান বলে গন্য।
নেই কোন প্রাণঘাতী যুদ্ধের প্রস্তুতি
অস্ত্রের কোন গর্জন
করোনার করুন অথবা চরম ধামাকায়
সব করেছে বর্জন।
No comments:
Post a Comment