নতুন জীবন
এম এ মাসুদ রানা
আমার কবিতার প্রতিটা লাইনে
তোমায় খু্ঁজে পাই,
তুমি কার হাতেতে হাত রেখে বল
এখন চলে যাই।
তুমি ভালোবাসি বলে কার
বুকেতে মাথা দাও,
নতুন করে নতুন ভুবন তোমার
মতো সাজিয়ে নাও
তোমার স্মৃতি ভুলতে লেখার
জগতে এসেছি
তাইতো তোমায় জীবন থেকে
মুক্ত করে দিয়েছি।
চাই না তোমায়, চাই না স্মৃতি
নিঃস্ব পথে চলেছি,
নতুন করে বাঁচার জন্য আমি
নতুন পথে এসেছি।
তোমার চোখে হাসির জোয়ার
আমার চোখে পানি,
পুস্পে পুস্পে ভরা তোমার জীবন
এটা আমি মানি।
কোন মতে তোমার স্মৃতি ভুলতে
আমি পারি না
কষ্ট হলেও লেখার জগৎ এখন
আমি ছাড়ি না।
তোমার স্মৃতি ভুলতে ব্যর্থের
লেখা লিখে যাই।
তুমি বেশ! মহাসুখেই আছো
নতুন এক পিঞ্জিরায়।
No comments:
Post a Comment