নিজেকে জানো
এম এ মাসুদ রানা
তুমি আসলে ভালো জানো না
তুমি আসলে কে?
তুমি তোমার মত করে তোমাকে
জানো এটাই যে!
আগে তোমাকে তোমার মতো
সঠিক ভাবে বুঝো
তারপর না হয় তাকে তোমার
মনের মতো খুঁজো।
সে কেমন সেটা বড় কোন কথা
কাজের বিষয় নয়?
মানুষ তাঁকে যেমন বলে সেটাই
তাঁর বড্ড জয়।
তুমি কখনো তাঁকে সরল মনে
ভাবতে পারো না?
সবাই যাঁকে সবসময় বলে ভালো
সেটা শুনো না?
সবার মাঝেই নিজে নিজেকে
উচিত হবে খোঁজা!
তুমি সবার কাছে কেমন আছো
এটা উচিত বুঝা?
সবার মাঝে তুমি তোমাকে নিয়ে
নতুন ভাবনা ভাবো
সবার মনের মাঝে নিজে নিয়ে
খুঁজেছো কি আজো?
আবারও বলি তুমি তোমাকে
নতুন ভাবে জানো
তারপর না হয় তাঁর মন্দের
কথা নিয়ে আসো।
No comments:
Post a Comment