হালচাল
এম এ মাসুদ রানা
সত্তর টাকা হলো
চালের কেজি,
চল্লিশ টাকা আটা
কিনতে রাজি।
যায় ভেসে দেশ
ব্যাপক উন্নয়নে
আমলা মন্ত্রী দেখে
দুই নয়নে।
বাজার জুড়ে জ্বলে
দ্রব্যের আগুন
মজুদদারের মনে এখন
লেগেছে ফাগুন।
হেঁটে গিয়ে চক্ষু দেখি
এই বাজার
হুঁশ থাকেনা তখন
গরীবের আর।
এমন গভীর তফাতে
চলছে দেশ,
জ্ঞানী গুণীজন ছিড়ছে
মাথার কেশ।
No comments:
Post a Comment